ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

মৎস্য চাষ
শামুক ও শিং-এর মিশ্রচাষ

 

আদিবাসীরা এখনো চরম দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছেন। নিজস্ব জমি ও পুকুর থাকা সত্ত্বেও সঠিক তত্ত্বাবধানের অভাবে তাঁরা জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারছেন না। শামুক ও শিং-এর মিশ্রচাষ তাদের জীবন বদলে দিতে পারে।



 

শামুক আদিবাসী গারো সম্প্রদায়ের একটি প্রিয় খাবার। এছাড়া শামুকের রয়েছে নানা পুষ্টিগুণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা। গারো সম্প্রদায়ের এ প্রিয় খাবার শামুকের যে বাণিজ্যিক চাষাবাদ করা সম্ভব তা তাঁদের অজানা ছিল। এ অজানাকে জানা ও তাঁদের জ্ঞানকে সম্প্রসারিত করতে সম্প্রতি ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আদিবাসী মাছ চাষীদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের এ্যাকোয়াকালচার বিভাগ ও শেরপুরের নকলার বেসরকারী সংস্থা বেস্ট ইনস্টিটিউট ফর সেভিং হেল্পল্যাস এ- ল্যান্ডল্যাস (বিশাল)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় ৪৫ জন গারো পুরুষ ও মহিলা অংশ গ্রহণ করেন। কর্মশালায় বক্তারা বলেন, কার্প জাতীয় মাছের সাথে খাঁচায় শিং ও শামুকের মিশ্রচাষে অধিক মুনাফা অর্জন করে গারোরা তাদের খাবার চাহিদাসহ জীবন যাত্রার মান উন্নয়ন করতে পারেন।

শামুকের প্রজনন ক্ষমতা বেশি হওয়ায় তা বাণিজ্যিক ভাবে চাষ করার উপর গুরুত্বারোপ করেন তাঁরা। তাছাড়া শামুকের শক্ত খোলস মাছ ও গবাদি পশুপাখির খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। পরে গারোদের এ মিশ্র চাষের কয়েকটি গবেষণা পুকুর দেখিয়ে চাষ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়।
এ্যাকোয়াকালচার বিভাগের শিক্ষক মাহফুজুল হকের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মনোরঞ্জন দাস এবং বিশেষ অতিথি বিভাগীয় প্রধান রুহুল আমিন ও বিশালের নির্বাহী পরিচালক ইন্দ্রজিৎ ধর উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।