ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
ব্যবসা ও শিল্প
হার্ড পেপারে বাক্স তৈরী

হার্ড পেপারে বাক্স তৈরীর ব্যবসা অল্প পুঁজিতে ঘরে বসেই করা যায়। এ ব্যবসা ঝুঁকিহীন ও লাভজনক ব্যবসা। ৪০০০০ থেকে ৬০০০০ টাকার মধ্যে এ ব্যবসা শুরু করা সম্ভব।

সাধারণত একটি গয়নার বাক্স তৈরিতে কাঁচামাল ও শ্রমসহ খরচ হয় ২৫-৩০ টাকা। বাক্সের বিক্রয় মূল্য ৪০-৫০ টাকা। প্রতি পিস গয়নার বাক্সে লাভ থাকে ১৫ থেকে ২০ টাকা। সে ক্ষেত্রে লাভ ৩০ থেকে ৪০ শতাংশ।

এ ব্যবসা আরাম্ভ কারার আগে বাক্স তৈরীর কাঁচামাল সংগ্রহ করতে হবে। যেমন হার্ড পেপার, ব্রাউন পেপার, আইকা ও প্লাস্টিক রং ইত্যাদি।

এরপর, প্রথমে হার্ড পেপার একটা নির্দিষ্ট মাপে মেশিনে দিয়ে কেটে নিতে হবে। কাটা হার্ড পেপারে আইকা আঠা দিয়ে ব্রাউন পেপার লাগাতে হবে। এরপর ব্রাউন পেপারের ওপর নকশা এঁকে তাতে তুলি দিয়ে প্লাস্টিক রং লাগাতে হবে। সবশেষে হার্ড পেপারের আলাদা টুকরাগুলো আইকা দিয়ে জোড়া লাগাতে হবে। বাক্সের চারদিকে চার টুকরা এবং ওপর-নিচে দুই টুকরাসহ মোট ছয় টুকরা হার্ড পেপার জোড়া দিয়ে স্কয়ার বাক্স তৈরি করা যাবে।

এর চাহিদা এখন আগের থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে। বড় বড় গিফট শপের হ্যান্ডিক্র্যাফটের দোকান বা গয়নার দোকানে এর ব্যাপক চাহিদা রয়েছে। পণ্যের মান ও নতুনত্ব দেখাতে পারলে নির্দিষ্টভাবেই চুক্তিবদ্ধ হয়ে রেগুলার পণ্য বিক্রি করা যায়।

এ ব্যবসা সৃজনশীল যেকোনো মানুষ করতে পারেন। তবে যারা ভালো আঁকাতে পারে তাঁরা এটা আরো ভালো করতে পারবেন।