ই-সেবা

পছন্দের কিছু লিংক

গুরুত্বপূর্ণ সরকারি লিংকসমূহ

 
 
 
তথ্যাদি
উদ্যোক্তাদের জন্যে গুরুত্বপূর্ণ তথ্যভান্ডার

ব্যবসা শুরু করতে গেলে নানান রকমের লিগ্যাল কাগজপত্রের প্রয়োজন পড়ে। এসব কাগজপত্র কোথা থেকে করব, কিভাবে করব এইসব নিয়ে নতুন উদ্যোক্তাদের থাকে নানান রকম প্রশ্ন এবং ভিতি। আমি মনে করি একজন উদ্যোক্তাকে সর্বপ্রথম যে গুণটি অর্জন করা উচিত তা হলো "তার প্রয়োজন অনুযায়ী সঠিক তথ্যগুলো খুঁজে বের করার ক্ষমতা" ! ইন্টারনেটের দৌরাত্ত্বে আজকাল তথ্য পাওয়া আর কোনো জটিল বিষয় নয়। এরপর ঐ উদ্যোক্তার উচিত হবে তার প্রয়োজন অনুযায়ী প্রাপ্ত তথ্য উপাত্ত সমূহ যথাযথভাবে স্ট্যাডি করা এবং যে বিষয়গুলো সে বুঝবে না সেগুলো মার্ক করে কোনো বিশেষজ্ঞ'র পরামর্শ নেয়া।

এই তথ্য উপাত্ত খুঁজে পেতে সহযোগিতা করার জন্যেই আমার এই ডক। কর্মশালায় অনেককে পেন ড্রাইভে করে দিয়ে দিয়েছি কিন্তু যারা পেন ড্রাইভ নিয়ে যান নি অথবা গ্রুপের যারা কর্মশালায় অংশগ্রহণ করতে পারেন নি তাদের জন্যে আজকে আবার আপলোড করে দিলাম।

কারো কাছে কোনো ভুলভ্রান্তি নজরে এলে বা নতুন কোনো তথ্য উপাত্ত পেলে তা সংশোধন ও সংযোজন করে দেয়ার জন্যে বিশেষ অনুরোধ থাকল। নতুন প্রাপ্ত তথ্য উপাত্ত আমি পরবর্তীতে এই ডকে নিয়মিত ভাবে সংযোজন করতে চেষ্টা করব।

ট্রেড লাইসেন্স এর জন্যেঃ

http://www.dhakacity.org/ index.php

কোম্পানি রেজিষ্ট্রেশন এর জন্যেঃ

http://www.roc.gov.bd/

http://www.roc.gov.bd:7781/

নেম ক্লিয়ারেন্স যাচাই এর জন্যেঃ

http://www.roc.gov.bd:7781/ psp/nc_search?p_user_id

VAT, TAX & Customs সংক্রান্ত তথ্য ও সহযোগিতার জন্যেঃ

http://www.nbr.gov.bd/Portal/ HomePage.aspx?lg=bangla

http://www.nbr-bd.org/ index.html

http://www.nbrepayment.org/

Export-Import বিষয়ক তথ্য সহায়তা ও লাইসেন্স এর জন্যেঃ

http://www.epb.gov.bd/

http://www.ccie.gov.bd/

http://www.bsbk.gov.bd/

http://www.bdtariffcom.org/

চেম্বার অব কমার্স বিষয়ক তথ্যঃ

http://www.fbcci-bd.org/

http://www.dhakachamber.com/

http://www.mccibd.org/

বীমা সংক্রান্ত তথ্য সহায়তার জন্যেঃ

http://www.sbc.gov.bd/

http://www.jbc.gov.bd/

http://www.idra.org.bd/ idra-org/index.htm

কপিরাইট সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://copyrightoffice.gov.bd/

ডিজাইন, পেটেন্ট ও ট্রেড মার্ক সংক্রান্ত সহায়তার জন্যেঃ

http://www.dpdt.gov.bd/

ফায়ার লাইসেন্স এর জন্যেঃ

http://www.fireservice.gov.bd/

পরিবেশ অধিদপ্তর এর লাইসেন্স এর জন্যেঃ

http://www.doe-bd.org/

বিএসটিআই রেজিষ্ট্রেশন ও লাইসেন্স এর জন্যেঃ

http://www.bsti.gov.bd/

হালাল ও অর্গানিক সার্টিফিকেট এর জন্যেঃ

http:// www.halalbangladesh.org/

http://bopma.org/

http://www.sgs.es/en.aspx