- হাসকে প্রধানত মুক্ত অবস্থায়, আধাছাড়া অবস্থায় এবং ফার্মে আবদ্ধ অবস্থায় পালন করা যায়
- গ্রামাঞ্চলে প্রধানত মুক্ত অবস্থায় হাঁস পালন করা হয়
- সারাদিন হাঁস পুকুর, নালা, ডোবার পানিতে সাতার কাটে এবং রাতে বাড়ী ফিরে আসে এই জন্য হাসের ঘরের প্রয়োজন
- ১২ফুট লম্বা ও ৬ফুট প্রস্হ ঘরে ৫০-৬০ টি হাস পালন সম্ভব
- হাস মোটামুটি সব হজম করতে পারে তাই এর খাদ্য নিয়ে তেমন সমস্যা নেই

খাদ্যতালিকা
| উপাদান |
পরিমান |
| গম ভাঙ্গা / ভুট্রা ভাঙ্গা |
৪৫ |
| চাউলের কুঁড়া |
১২ |
| খৈল ( চিনা বাদাম , তিল) |
১২ |
| শুঁটকি মাছের গুড়া |
১০ |
| গমের ভূষি |
১৫ |
| হাড়ের গুঁড়া |
৫ |
| লবণ |
০.৫ |
| খনিজ মিশ্রণ |
০.৫ |
[মৎস্য চাষি রাইতকান্দী, গোপালগঞ্জ]
|